যারা একদিনে এডভেঞ্চার ট্যুর করতে চান অথবা পাহাড় দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন সীতাকুন্ডের চন্দ্রনাথ পাহাড়।

কিভাবে যাবেনঃ
চন্দ্রনাথ পাহাড় চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত। তাই যে জায়গা থেকেই চন্দ্রনাথ পাহাড় দেখতে চান আপনাকে প্রথমে সীতাকুণ্ডে আসতে হবে। সীতাকুণ্ড থেকে জনপ্রতি ২০ টাকা সিএনজি ভাড়ায় চলে যেতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে।

? ঢাকা থেকে বাসে সীতাকুন্ড : ঢাকার সায়েদাবাদ, ফকিরাপুল, মহাখালি যে কোন বাস স্ট্যান্ড থেকে চট্রগ্রাম গামী যে কোন বাসে করেই যেতে পারবেন সীতাকুন্ড। এস আলম, শ্যামলি, সৌদিয়া, ইউনিক, হানিফ, ঈগল, এনা প্রভৃতি পরিবহনের নন এসি বাস ভাড়া ৪২০- ৪৮০ টাকা। এসি বাসের মধ্যে গ্রিনলাইন, সৌদিয়া, সোহাগ, টি আর এইসব বাস ভাড়া ৮০০-১১০০ টাকা।

চন্দ্রনাথ পাহাড় নিয়ে তথ্যঃ
চন্দ্রপাহাড়ের শীর্ষস্থানে আছে দুটি
মন্দিরের অবস্থান। একটি বিরুপক্ষ অন্যটি
চন্দ্রনাথ মন্দির।এই মন্দিরটি যেমন হিন্দু ধর্ম অবলম্বনকারিদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান তেমনি পর্যটকদের কাছেও এটি ভ্রমনের জন্য একটি আকর্ষণীয় স্থান। প্রতিবছর সারাদেশ থেকে লক্ষ লক্ষ হিন্দু ধর্ম অবলম্বনকারি এই মন্দিরে শিব চাটুরদাশি পুজায় অংশ নিতে আসেন।এছাড়াও মধ্যবর্তী পাহাড়ে আছে আরও বেশ কয়েকটি মন্দির। তার মধ্যে স্বয়ম্ভুনাথ, রামকুন্ড ও লক্ষনকুন্ড মন্দিরের নাম বিশেষভাবে উল্যেখযোগ্য।সুউচ্চ পাহাড়ে যাদের পক্ষে উঠা সম্ভব হয়না তারাই এ মন্দিরে পুজার্চনা করেন।

সীতাকুণ্ডে ঘুরে বেড়ানোর জন্যে অনেক জায়গাই আছে। কাছাকাছি হওয়ায় চাইলে দিনে দিনে অনেক গুলো জায়গাই ঘুরে দেখতে পারবেন। এক রাত থেকে দুইদিনের জন্যে ঘুরতে গেলে প্রায় সবগুলো জায়গাই ঘুরে দেখা সম্ভব। আপনার কত সময় আছে, সেই হিসেব করে পরিকল্পনা করে নিতে পারেন কি কি দেখবেন। সীতাকুণ্ডে জনপ্রিয় ভ্রমণ স্পট গুলো হলোঃ

সীতাকুণ্ড ইকো পার্ক
গুলিয়াখালি বীচ
বাঁশবাড়িয়া বীচ
ঝরঝরি ঝর্ণা
কুমিরা সন্দ্বীপ ফেরী ঘাট
নাপিত্তাছড়া ঝর্ণা
কমলদহ ঝর্ণা

ভালো লাগলে অবশ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।

তথ্যসূত্র কৃতজ্ঞতায়ঃ
ফেইসবুক গ্রুপঃ ভ্রমণ ডায়েরী
ইউটিউব চ্যানেলঃ ভ্রমণ ডায়েরী